প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
লক ডাউনে যখন প্রায় সব দোকান বন্ধ, তখন উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় মানুষের পাশে দাঁডিয়েছেন এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে ট্রাফিক পুলিশও। হেমতাবাদ ব্লক থেকে ইসলামপুর ব্লক পর্যন্ত মানুষের সেবার এগিয়ে এলেন তারা। লক ডাউন চলায় অর্থ উপার্জন না করতে পেরে সমস্যায় পরেছে এলাকার ভ্যান ও রিকশার চালকেরা। তাই তাদের মুখে খাওয়ার তুলে দিতে উদ্যোগী হল পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেমতাবাদের কিছু ভ্যান ও রিকশার চালককে চাল, ডাল, আলু বিলি করা হল। যদিও এ বিষয়ে ট্রাফিক ওসি বিপুল দত্ত বলেন,”লক ডাউন চলায় ভ্যান ও রিকশার চালকেরা অর্থ উপার্জন করতে পারছে না। তাই তাদের কিছু খাওয়ার বিতরণ করা হল। আগামীতে সম্ভব হলে আরও করার ইচ্ছা আছে”।
অন্যদিকে ইসলামপুরে অভুক্ত, দুঃস্থ মানুষদের মধ্যে খাবার সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগী হলো রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি। কোরোনা থেকে নিজেকে, সমাজকে ও দেশকে বাঁচাতে প্রধান মন্ত্রী চৌদ্দ এপ্রিল পর্যন্ত সকল দেশবাসীকে ঘরের বাইরে বের হতে না করেছেন।
আরও পড়ুনঃ কালোবাজারি করলেই তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হবে, হুঁশিয়ারি পুলিশের
আর তাই সেই বিষয়টিকে সামনে রেখে আমরা রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এলাকার দুঃস্থ গরিব মানুষদের পাশে থাকার সংকল্প নিই। সামাজিক কর্মসুচিতে নেমে এমনই জানান সংস্থার সম্পাদক সিদ্দিক আলম।
তিনি বলেন, “যদি কোনো দুঃস্থ মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাবার মজুত না থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা সেই সব পরিবারে খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। জনসাধারণের কাছে আর্জি রইলো আপনারা অযথা চিন্তিত হবেন না, সবাই মিলে এর মোকাবিলা করতে হবে। প্লিজ আপনারা কেউ বাড়ির বাইরে বের হবেন না। যে কোনো প্রয়োজনে ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন”।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পরিষেবার বার্তা সাধারণ মানুষের কাছে এভাবেই ছড়িয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584