নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে চলছে অভিযান। নেশাগ্রস্ত গাড়ি চালকদের রুখতে রাস্তায় “অ্যালকোহল ব্রেথ টেস্টার” হাতে হাজির ট্রাফিক পুলিশ।
নেশাগ্ৰস্ত হয়ে যারা গাড়ি চালাচ্ছে, সোমবার তাদের বিরুদ্ধে অভিযানে নামল জয়গাঁ ট্রাফিক। সোমবার জয়গাঁ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিশেষত এশিয়ান হাইওয়েতে অভিযান চালায় জয়গাঁ ট্রাফিক।
আরও পড়ুনঃ শস্য বিমার পাওনা টাকার দাবিতে পথ অবরোধ
এদিন প্রায় প্রতিটি বাইক ও গাড়ির চালককে রাস্তায় দাঁড় করিয়ে ‘এবিটি’ নল মুখের মধ্যে পুড়ে দিয়ে পরীক্ষা করে দেখেন যে চালক নেশাগ্রস্ত কিনা।
জানা গেছে, নেশাগ্ৰস্ত অবস্থায় যারা গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে। এছাড়াও এদিন ভুটান সীমান্ত জয়গাঁতে নো-পার্কিং এলাকায় যারা গাড়ি পার্ক করেছে, তাদের বিরুদ্ধে অভিযানে নামে জয়গাঁ ট্রাফিক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584