জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীন, গর্ত বোজালেন ট্রাফিক পুলিশরা

0
26

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

খানা খন্দে ভরা ৩৪ নম্বর জাতীয় সড়কে মেরামতের কাজে হাত লাগালেন ট্রাফিক পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের ওপর বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছে। জেলার ১৮৭ কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়কের বিভিন্ন জায়গাতেই গর্ত হয়ে গিয়েছে।

traffic police | newsfront.co
নিজস্ব চিত্র

বৃষ্টিতে সেই গর্তের কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। বহুবার দাবি তুললেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতের কাজ করছিল না বলে অভিযোগ। অবশেষে রাস্তা মেরামতের কাজে উদ্যোগী হন রায়গঞ্জ জেলা পুলিশের ট্রাফিক কর্তারা।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়া নিয়ে আবেদনপত্র জমা শুরু

রুপাহার থেকে শুরু করে বারোদুয়ারী পর্যন্ত এলাকায় যতগুলো গর্ত ছিল তার প্রায় প্রত্যেকটি সাময়িকভাবে ইট,পাথর,মাটি দিয়ে মেরামতের কাজ করেন পুলিশের ট্রাফিক কর্মীরা। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, এবছর আগাম বর্ষা শুরু হওয়ায় মেরামতের কাজে অনেকটা বিঘ্ন হয়েছে। না হলে জাতীয় সড়কের ওপর তৈরি হওয়া গর্তগুলো মেরামত করা হত।

জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, “জাতীয় সড়কের ওপর বিভিন্ন জায়গাতে গর্ত হয়ে রয়েছে। যার ফলে নানা সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বিষয়টি নজরে পড়তেই আমাদের ট্রাফিক পুলিশ বিভাগের কর্মীরা উদ্যোগী হয়ে সেগুলো ভরাট করার কাজ শুরু করেছে। সাময়িকভাবে দুর্ঘটনা রুখতে কাজ করা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here