তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
বহরমপুর শহরের জনসংখ্যা ক্রমশ বেড়ে চলেছে সেই দিকে লক্ষ্য রেখেই জেলা পুলিশ প্রশাসন ও বহরমপুর পৌরসভার যৌথ উদ্যোগে বহরমপুরে একটি ট্রাফিক সিগন্যাল রুমের উদ্বোধন হল আজ।
অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার। তিনি জানালেন, করোনা ও ওমিক্রন ভাইরাসে মানুষকে আরও সচেতন হয়ে চলতে হবে। সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সবসময় নজরদারি চালানো হচ্ছে।
বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জি এদিন জানান, বহরমপুর শহরকে আরো সুন্দর করতে বহরমপুর পৌরসভা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক প্রভাত চ্যাটার্জি, বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক স্বরূপ সাহা ও অতিরিক্ত পুলিশ সুপার সহ আরও অনেকে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠানের মধ্য দিয়েও মানুষকে আরও সচেতন হওয়ার বার্তা দেওয়া হয় এদিন। আর সেই কারণেই আজকের এই পদক্ষেপ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের প্রথম সারির করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584