চ্যালেঞ্জ ছুঁড়ে বোকা হলেন TRAI সভাপতি

0
639

ওয়েবডস্কঃ

টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া(TRAI)-এর সভাপতি আর. এস. শর্মা টুইটারে তার নিজের আধার নম্বর দিয়ে চ‍্যালেঞ্জ ছুড়েছিলেন- “এখন আমি আপনাদের চ‍্যালেঞ্জ জানাচ্ছিঃ আমাকে একটা যথাযথ উদাহরণ দেখান যেখানে আপনি আমার যেকোন একটা ক্ষতি করতে পারবেন!”

সেই চ‍্যালেঞ্জ

দম্ভের সঙ্গে তিনি যেন এটাই বলতে চেয়েছিলেন  যে- ‘কেউ  তাঁঁর আধার নম্বর নিয়ে, তাঁঁকে সমস্যায় ফেলতে পারবে না।পারলে কেউ তার গোপন ব‍্যক্তিগত তথ্য লিক করুক! সেই আধার নম্বরের সূত্র ধরে, পারলে কেউ তার প‍্যান নম্বর বা মোবাইল নম্বর প্রকাশ করে দেখাক-ইত্যাদি ইত্যাদি!’

কিন্তু শর্মার টুইটের পরপরই সেই চ‍্যালেঞ্জের প্রত‍্যুত্তরে তাঁঁর মোবাইল নম্বর সহ আরও ব‍্যক্তিগত তথ্য প্রকাশের দাবী করেন ফ্রান্সের এক সিকিউরিটি এক্সপার্ট(হ‍্যাকার), যার ছদ্মনাম এলিয়ট অ্যাল্ডারসন।

সেই চ‍্যালেঞ্জকে উল্লঙ্গকারীর টুইট

সেই অ্যাল্ডারসন যিনি @fs0c131y- এই টুইট অ্যাকাউন্টটি হ‍্যান্ডেল করেন, তিনি পরপর টুইট করে মিঃ শর্মার, “ব‍্যক্তিগত ঠিকানা, জন্ম তারিখ,বিকল্প ফোন নম্বর” ফাঁস করে দেন।

আধার নম্বর প্রকাশ করা যে কতটা ঝুঁকিপূর্ণ তা ব‍্যাখা করে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া(TRAI)-এর সভাপতি শর্মার উদ্দেশ‍্যে সেই টুইটার বার্তায় তিনি বলেন, “লোকজন আপনার ব‍্যক্তিগত ঠিকানা, জন্ম তারিখ, বিকল্প ফোন নম্বর পেয়ে যাচ্ছে।আমি এখানেই থামছি, আশাকরি আপনি বুঝতে পেরেছেন যে আধার নম্বর প্রকাশ পাওয়া মোটেও ভালো আইডিয়া নয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here