নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আগামী বছরেই মুক্তি পেতে চলেছে সপ্তস্ব বসু পরিচালিত ছবি ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার। ট্রেলার লঞ্চে হাজির ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, সৌরভ দাস, পরিচালক সপ্তস্ব বসু, রিনি ঘোষ এবং মাহি কর। স্টার মিডিয়া ভেঞ্চারস, প্রত্যুষ প্রোডাকশন এবং নিও স্টুডিওস প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী বছরের দোরগোড়ায়।
‘প্রতিদ্বন্দ্বী’ সপ্তস্ব বসু পরিচালিত দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘নেটওয়ার্ক’ প্রশংসিত হয় চিত্র সমালোচকমহলে। ‘প্রতিদ্বন্দ্বী’র সংগীত পরিচালনা করেছেন রাজ ডি এবং প্রতীক কুণ্ডু। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ডাব্বু।
‘প্রতিদ্বন্দ্বী’ দু’জন মহারথীকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের মুখে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুত। প্রথমবার শাশ্বত এবং রুদ্রনীল একে অপরের প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি একটি ডার্ক থ্রিলার। ফলে, গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য ছাড়াও আছে টানটান উত্তেজনা।
এই ছবির মূল ভাবনা হল- আধুনিক দুনিয়ায় বেশিরভাগ মানুষের উপরই আস্থা রাখা মুশকিল এবং বন্ধু-বান্ধবদেরও পুরোপুরি ভরসা করা সহজ নয় আর। সবাইকে একে অপরের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করাই স্বাভাবিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি।ছবিতে ডঃ বক্সির চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, অঙ্কের প্রফেসর সুকুমার সেনের চরিত্রে রুদ্রনীল ঘোষ, রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে সায়নী ঘোষকে। তাঁর চরিত্রের নাম মায়া। সিদ্ধার্থ চরিত্রে সৌরভ দাস, জেনির চরিত্রে রিনি ঘোষ, মায়ার চরিত্রে সায়নী ঘোষ।
আরও পড়ুনঃ গদাধরের জীবনে সারদামণির আগমন
অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজদীপ সরকার, মাহি কর, শীর্ষা রক্ষিত সহ আরও অনেকে। গোয়েন্দাগিরিরও একটি দিক রয়েছে গল্পে।ট্রেলার লঞ্চে এসে পরিচালক সপ্তস্ব বসু বলেন- “আমরা সত্যজিৎ রায়ের কলকাতা ট্রিলজিকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের কাজের মাধ্যমে।
স্বাবাভিকভাবেই কাজের মান যাতে বজায় রাখা যায় তার জন্য সম্পূর্ণরূপে আমরা বদ্ধপরিকর ছিলাম। তবে সমস্ত প্রাথমিক বাধা অতিক্রম করে আমরা আগামী বছর পয়লা জানুয়ারীতে বড় পর্দায় প্রবেশ করতে আগ্রহী।”
শাশ্বত চট্টোপাধ্যায় সকলকে সিনেমা হলে গিয়ে দেখতে বলেছেন ছবিটিকে।
আরও পড়ুনঃ টেলিপর্দার নতুন জুটি শ্রুতি-দিব্যজ্যোতি, আসছে ‘দেশের মাটি’
তাঁর কথায়- “রুদ্রর সঙ্গে আমার প্রথম কাজ ‘রূপকথা’ ধারাবাহিকে৷ সেখানে খুব ছোট্ট একটা রোল করেছিল রুদ্র। আমি পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম ছেলেটা কে? পরিচালক বলেছিল নাটক করে। অভিনয় করতে চায়।
আমি বলেছিলাম নজরে রেখো একদিন মহীরুহে পরিণত হবে। আর এখন সেই রুদ্রর সঙ্গে অভিনয় করতে গেলে আমিও সতর্ক থাকি। ওর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584