নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘হইচই’-এর আসন্ন ওয়েব সিরিজ ‘শব্দ জব্দ’র টিজার। সামনে এসেছে এর অফিসিয়াল ট্রেলারও। অভিনেতা সৌরভ চক্রবর্তী এবার পরিচালকের ভূমিকায়। বানিয়েছেন ‘শব্দ জব্দ’।
এই ছবির অভিনেত্রী কঙ্কনা চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করে নিজের সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করেছেন বলিউডের অ্যাঙ্গরি-ইয়াং ম্যান অমিতাভ বচ্চন। বিষয়টি নিঃসন্দেহে বাংলা ইন্ডাস্ট্রির জন্য গর্বের বিষয়।
আরও পড়ুনঃ শীতের শেষে শহরে ‘নিমফুল’
ট্রেলারেই চমকে দিল সৌরভের থ্রিলার ‘শব্দ জব্দ’। এই প্রথমবার বাংলার কোনও প্রজেক্টে কাজ করলেন জাতীয় স্তরের বলিউড তারকা রজত কাপুর।
তিনি সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও আছেন সুব্রত দত্ত, মুমতাজ সরকার, পায়েল সরকার, কঙ্কনা চক্রবর্তী।
সিরিজের চিত্রনাট্য লিখেছেন দীপাঞ্জন চন্দ, অভ্র চক্রবর্তী। ক্যামেরায় শুভদীপ দে। সম্পাদনায় অমিতাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনায় অমিত বসু এবং যশ দাশগুপ্ত।
আরও পড়ুনঃ অস্কার পুরস্কার ২০২০:এক নজরে বিজয়ীরা
‘শব্দ জব্দ’ একটি ডার্ক থ্রিলার। কীভাবে একটা দুর্ঘটনা বদলে দিতে পারে একজন লেখকের জীবন, সেই নিয়েই এই গল্প। এক লেখকের গাড়ির সামনে এসে পড়া মেয়েটি জীবিত নাকি মৃত—সেটাই প্রশ্ন। মেয়েটির সঙ্গে লেখক সময় কাটায়, রাত্রিযাপন করে।
প্রশ্ন একটাই ঘুরে ফিরে আসে। যার সঙ্গে সময় কাটাচ্ছেন লেখক, সে মৃত নাকি জীবিত? মেয়েটি লেখককে বারবার বলতে চায় যে ওই লেখক যা লেখে তা সবই নাকি তার নিজের জীবনের গল্প।
এমনকী লেখায় উঠে আসা খুনগুলিও নাকি তারই করা। তাহলে কি লেখকের জীবনে রয়েছে কোনও অন্ধকার অতীত? জানা যাবে ‘শব্দ জব্দ’তে।
‘ট্রিকস্টার এন্ড স্প্যান’ প্রযোজিত ‘শব্দ জব্দ’র স্ট্রিমিং শুরু হবে ২১ ফেব্রুয়ারি। জমজমাট গল্পের প্লট নিয়ে আসছে ‘শব্দ জব্দ’। শক্ত বুনট রয়েছে গল্পে। পরিচালকের মতে, দর্শকের এ গল্প ধরতে অসুবিধা হওয়ার কথা না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584