খ্রীস্টমাসে চালু হচ্ছে ভারতের দ্রুততম বিনা ইঞ্জিনের ‘ট্রেন-১৮’

0
117

ওয়েবডেস্কঃ

সম্ভবত খ্রীস্টমাসে চালু হচ্ছে ভারতের দ্রুততম বিনা ইঞ্জিনের ট্রেন ১৮।

গতকাল ট্রায়াল সম্পন্ন হয়েছে ট্রেন ১৮’এর। ১৮০ কিমি প্রতি ঘন্টায় চলতে সক্ষম দ্রুত গতির এই ট্রেনটি পরীক্ষামূলক ভাবে রবিবার কোটা জংশন থেকে কুরলশি স্টেশন পর্যন্ত চালানো হয়। এক সিনিয়র রেলওয়ে অফিসার IANS কে জানিয়েছেন, “খ্রীষ্টমাসের দিনটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনও। যদি আমরা ঐ দিন এই নেক্সট জেনারেশন ট্রেনটি ঐ দিন চালু করতে পারি , তাহলে সেটা হবে অটলজীকে শ্রদ্ধা জানানোর সেরা উপায়।”

ছবি সৌজন্যে-https://twitter.com/DrRamNiwas8/status/1069108604987420672?s=19

যাইহোক, অফিসাররা জানিয়েছেন যে এখনও ট্রেনটির ভাড়া ও উদ্বোধন নিয়ে ফাইনাল কোন কিছু হয়নি।গতকাল ট্রায়াল সম্পন্নের সময় ট্রেনটি যখন গতি নেয় , তখন এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা হয় বলে ট্রেনে উপস্থিত রেল কর্তারা জানিয়েছেন। ট্রেনটি যখন যাত্রাপথে ১৮০ স্পিড নেয় তখন, লাড্ডুও বিলি করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here