কেরলে ট্রেনের ধাক্কায় মৃত দুই যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদে

0
101

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

dead | newsfront.co
নিজস্ব চিত্র

অবশেষে কেরলে ট্রেনের ধাক্কায় মৃত ২ যুবকের দেহ মুর্শিদাবাদের সাগরপাড়ার বাড়িতে পৌঁছালো।
গত ২৫ জানুয়ারি রাত্রি ৯ টা নাগাদ ট্রেনের ধাক্কায় কেরল রাজ্যের আলুয়া এলাকায় মৃত্যু হয় একই গ্রামের দুই যুবকের, সৌমেন তেলি(২৮) ও অনুপ মন্ডল(২৭)।

তিন দিন পরে নিজ বাড়িতে তাদের মৃতদেহ আসতেই পরিবার জুড়ে কান্নায় ভেঙ্গে পরে সকলে।

এদিন নিহত পরিবারের সঙ্গে দেখা করতে যান জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। তিনি বলেন, “সমবেদনার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি কি দুর্ভাগ্যের বিষয়, যে এই বয়সে এই ভাবে একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

আরও পড়ুনঃ পকসো আইনে ‘যৌন নিগ্রহ’ নিয়ে ফের বিতর্কিত রায় বোম্বে হাইকোর্টের

আমি সরকারের কাছে আবেদন করি যে এই দুটো অসহায় পরিবার কে যেনো সরকারি ভাবে সাহায্য করা হয়। আর এই কথা আমি বলব আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর কাছে। আমি আমার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবো। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে যেনো জানায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here