ট্রেন ব্লক করে লাইনের কাজ,চরম দুর্ভোগে যাত্রীসাধারণ

0
84

শ্যামল রায়,কালনাঃ

Train block Passenger suffered
নিজস্ব চিত্র

চৈতন্য ভূমি নবদ্বীপ ধামে দোল উৎসব কে কেন্দ্র করে প্রতিবছর লক্ষাধিক মানুষের ভিড় হয়।
এ বছরও আরো বেশি মাত্রায় দর্শনার্থীরা নবদ্বীপ মায়াপুরে এসেছিলেন।অথচ ব্যান্ডেল কাটোয়া রেলপথে ট্রেন সংখ্যা বাড়েনি বরং দোলের আগে থেকেই রেলপথের কাজ এর দরুন ব্লক এর পর ব্লক থাকায় চরম দুর্ভোগের শিকার হলেন যাত্রীসাধারণ।দোল শেষ করার পর বাড়ি ফিরে যাওয়ার জন্য ট্রেন পথ একমাত্র ভরসা।তাই ট্রেন সকাল থেকে রাত পর্যন্ত ব্লক থাকায় চরম দুর্ভোগের কবলে পড়ে ছিলেন দোল উৎসবে আসা যাত্রী সাধারণ।সোমবার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি।আড়াই ঘণ্টার বদলে ট্রেন পথে লেগে যাচ্ছে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা।সোমবার সকালে দেখা গেল দু একটি ট্রেন চলাচল করলেও বড্ড দেরিতে আসার কারণে অফিস যাত্রীরাও ক্ষোভে ফেটে পড়লেন।দূর- দূরান্ত থেকে আসা যাত্রীসাধারণ ও চরম দুর্ভোগের মধ্যে পড়লেন।সকলের ক্ষোভ যে রেলপথের কাজ হলেও রাত্রিবেলা কেন হচ্ছে না?অথচ ছুটির দিনগুলিতে ট্রেন পথের কাজের জন্য ব্লক মাঝে মধ্যে করা যেতে পারে তবে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন বন্ধ না রেখে যাত্রীদের দুর্ভোগের ভেতর ফেলে না দিয়ে অন্য ভাবনা করা উচিত ছিল রেল দপ্তরের, এমনটাই অভিযোগ যাত্রীসাধারণ থেকে শুরু করে অফিস যাত্রীদের।

যাত্রীদের অভিযোগ চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সারা বিশ্বে যখন আলোচ্য বিষয় তখন নবদ্বীপ ধামে এই ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় কেন?
নবদ্বীপ ধাম রেল স্টেশনে আজও পর্যন্ত পর্যাপ্ত পানীয় জল পর্যাপ্ত বাথরুম টয়লেট না থাকার কারণে ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়েন যাত্রীসাধারণ।এই নিয়ে রেল দপ্তরের উদাসীনতার প্রশ্ন তুলেছেন যাত্রীসাধারণ।
আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী থাকাকালীন নবদ্বীপ ধাম রেল স্টেশন কে মডেল স্টেশনের কথা ঘোষণা করেছিলেন।
সেই মডেল রেলস্টেশনের একটিও মডেলের জন্য যা কাজকর্ম করা দরকার ছিল কিচ্ছু হয়নি বলে অভিযোগ যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের।
এখনো পর্যন্ত রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে ট্রেন ধরতে হয় যাত্রী সাধারণকে, বিভিন্ন প্লাটফর্মে সম্পূর্ণভাবে শেড তৈরি হয়নি এখনো।
উত্তরবঙ্গ সহ দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এখানে নবদ্বীপ ও মায়াপুর দেখতে আসেন প্রতিদিন কিন্তু পর্যটকদের জন্য রেল স্টেশনে যে ধরনের পরিষেবা দরকার কিছুই নেই বলে অভিযোগের আঙুল তুলেছেন নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসা পর্যটকরা।নবদ্বীপ ধাম রেল স্টেশনে চারটি প্লাটফর্ম এর মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে শুধুমাত্র মেয়েদের জন্য রয়েছে টয়লেট বাথরুম।বাথরুমটা এমন ভাবেই রয়েছে কারো নজরে পড়ে না তাই যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় টয়লেট খুঁজে নিতে। কেউ অসুস্থ হয়ে পড়লে এই নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে কোন অ্যাম্বুলেন্স বা প্রতিবন্ধীদের জন্য কোন সরঞ্জাম এখানে দেখা যায় না।যাত্রী সাধারণের অভিযোগ এই নবদ্বীপ ধাম রেল
স্টেশনের স্টেশন ম্যানেজার এই স্টেশনের উন্নয়নের জন্য কোন রকম প্রোজেক্ট বা রেল দপ্তরকে জানানোর বিষয়ে উদাসীন।
গরু ছাগল অবাধে ঘুরে বেড়ায় এই নবদ্বীপ ধাম রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন জায়গা দিয়ে।এছাড়াও হনুমানের এতটাই উৎপাত যে কোনো যাত্রী তারা কোন খাবার খেতে পারেন না রেল স্টেশনে, তাদের খাবার গুলো কেড়ে নেয় হনুমালগুলো।

আরও পড়ুনঃ শৌচাগার নেই বিপাকে বাস যাত্রীরা

এই প্রসঙ্গে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার এস এল সরকার জানিয়েছেন যে,নবদ্বীপ ধাম রেল স্টেশনের কাজ শুরু হয়েছে আস্তে আস্তে তা সম্পূর্ণ হয়ে যাবে যাত্রী পরিষেবা নিয়ে ক্ষোভ আছে একথা স্বীকার করলেও আগামী দিনে এর সমাধান হবে বলে তিনি মন্তব্য করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here