ফের চালকের তৎপরতায় বাঁচল মা এবং বাচ্চা হাতি

0
44

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

তৎপর চালক এবং ফের বাঁচল দু’টি হাতি। গত ১৮ দিনে ৬ টি রেলের সাথে হাতির সংঘর্ষ এড়ালো সতর্ক রেল চালকরা।

train driver saved life of elephants | newsfront.co
পারাপারে থমকে ট্রেন। নিজস্ব চিত্র

আজ সন্ধ্যা ৫.২০ নাগাদ চাপরামারি অভয়ারণ্যের অন্তর্গত নাগরাকাটা- চালসা স্টেশনের মাঝে জলঢাকা ব্রিজের কাছে ঘটে এই ঘটনা। যানাযায়,ডলোমাইট বোঝাই মালগাড়ির চালক শ্রী এ কে নন্দী এবং সহকারী চালক ভি কে সিং চাপরামারি অভয়ারণ্যের অন্তর্গত অ্যানাস ৭২/০ পোস্টে একটি মা হাতি এবং তার সন্তানকে লাইন পারাপার করতে দেখে আপতকালীন ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে দেন।

আরও পড়ুনঃ ডেঙ্গু সামাল দিতে গাপ্পি মাছ বিতরণ

মিনিট তিনেক পর হাতিটি পাশের জঙ্গলে প্রবেশ করার পর ফের ট্রেনটি যাত্রা শুরু করে বলে রেলসূত্রে খবর।

ফলে গত ১৮ দিনে ডুয়ার্সের জঙ্গল চিড়ে যাওয়া রেলপথে প্রায় ৬ টি দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলসূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here