শ্যামল রায়, কাটোয়াঃ
বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল-কাটোয়া শাখায় তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হল।
কাটোয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী সাহেব তলা রেল স্টেশনের কাছে ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে যে এক থেকে দেড় ঘন্টা ট্রেন দেরীতে চলা শুরু করে।
সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার কারণে অনেক অফিস-আদালতের কর্মী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ঠিক সময়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে না পারার আশঙ্কায় অনেকেই স্টেশনে থেকে ফের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ এই ভোগান্তি পোহাতে হয়
সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত। যেমন সকাল সাড়ে আটটার ট্রেন কাটোয়া থেকে আসে সাড়ে নটা নাগাদ।
কাটোয়া রেল স্টেশন ও নবদ্বীপ রেল স্টেশনের তরফ থেকে জানানো হয়েছে যে ইলেকট্রিক তারের বিপত্তির কারণে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে ছেঁড়া তার লাগানোর পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
তবে যাত্রীদের অভিযোগ মাঝেমধ্যেই এধরনের বিপত্তি ঘটে।
আরও পড়ুন: হকার উচ্ছেদকে বে-আইনী ঘোষনার দাবীতে পথ অবরোধে পুলিশী নির্যাতনের অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584