হাওড়া রামপুরহাট রুটে শুরু হল ট্রেন চলাচল

0
373

পিয়ালী দাস, বীরভূমঃ

দীর্ঘ আট মাস করোনা মহামারীর জেরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। আজ থেকে হাওড়া রামপুরহাট রুটে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল পরিষেবা। ট্রেনের চাকা রেললাইনে গড়াবার আগেই রেল দফতরের কর্মীরা রেল লাইন ঠিক আছে কিনা তা খতিয়ে দেখার জন্য নজরদারি চালাচ্ছিল।

Rampurhat Station | newsfront.co
ফাইল চিত্র

সেই সময় তাদের নজরে আসে রামপুরহাট থেকে হাওড়ামুখী ডাউন লাইনে প্রান্তিক স্টেশনের কাছে সামান্য ফাটল রয়েছে। এরপর দ্রুত লাইনের ফাটল মেরামত করা হয়। আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।

আরও পড়ুনঃ বেনেদিঘিতে আদিবাসী সাংস্কৃতিক ভবন নির্মাণের সূচনা

বোলপুর স্টেশন ম্যানেজার প্রদীপ্ত নানান ভট্টাচার্যের জানিয়েছেন, সঠিক সময়ে লাইনের ফাটল নজরে না এলে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। আজ থেকে বিভিন্ন রুটে চালু হলো রেল পরিষেবা। দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়া তে খুশি সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু, চালু হল ২০২১ মাধ্যমিক পরীক্ষা এনরোলমেন্ট ফর্ম ফিলাপ

গত কয়েকদিন থেকে বীরভূমে ট্রেন চালু করার দাবিতে সরব হয়েছিল বাম সংগঠন গুলো।বীরভূমের বিভিন্ন স্টেশনে বামেদের তরফে দেওয়া হয় একাধিক স্মারকলিপি। হাসান বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদট্রেন চালু করার দাবিতে রেল দপ্তরে চিঠি পাঠান।

আজ থেকে ট্রেন চালু হওয়ার জন্য তিনি খুশি। কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ জানিয়েছেন, ট্রেন চালু না হওয়ার জন্য সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছিল। কিছুটা হলেও দুর্ভোগ কমলো সাধারণ মানুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here