তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের সূচনা দিনহাটায়

0
44

অমৃতা চন্দ, কোচবিহারঃ

 

দ্বাদশ জেলা শিবির প্রস্তুতি কমিটির আহ্বানে কিশোর বাহিনীর উদ্যোগে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয় দিনহাটার হাইস্কুলে।

Sobhayatra| newsfront.co
শোভাযাত্রা। নিজস্ব চিত্র

বর্তমান সময় কালে মোবাইলমুখী ছেলেমেয়েরা মাঠমুখী হতে নারাজ কিশোর-কিশোরীরা যাতে মাঠ থেকে বিমুখ না হয় সেই উদ্দেশ্যেই আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বলে সংস্থার তরফ থেকে জানা যায়। কিশোর-কিশোরীরা শোভাযাত্রাকালে কবি সুকান্ত প্রতিকৃতিকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিনহাটার বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্তমান সময়কালে কিশোর-কিশোরীদের সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করার জন্য তাদের খেলাধুলার মাধ্যমে শারীরিক কুশলতা বজায় থাকবে। তাই শৈশবের জন্য হাঁটুন এই স্লোগানকে সামনে রেখে তাদের আজকের এই শোভাযাত্রা।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের যুগ্ম সংগঠক পীযূষ ধর, জেলার যুগ্ম সংগঠক সৌভিক ভৌমিক, দ্বাদশ জেলা প্রশিক্ষণ শিবির প্রস্তুতি কমিটির যুগ্ম সম্পাদক শুভ্রালোক দাস। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫৬ জন কিশোর-কিশোরী তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে বলে সংস্থা সূত্রে জানা যায়।

Camp| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃঅকাল বৃষ্টিতে আলুর ফলন নিয়ে দুশ্চিন্তা কৃষকদের

জেলার যুগ্ম সংগঠক সৌভিক ভৌমিক বলেন, দিনহাটায় কিশোর বাহিনীর এই শিবির প্রথম অনুষ্ঠিত হচ্ছে গতবারের তুলনায় তাদের সংগঠন আরো বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান। তাদের সংগঠন মূলত মাঠমুখী সংগঠন কিশোর-কিশোরীরা যাতে মাঠে ফিরে এসে তাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাদের সংগঠনের মূল লক্ষ্য। তিন দিনের এই শিবিরে নাচ-গান, পিটি বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here