নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা বিধি মেনেই কলেজ পড়ুয়াদের ব্যক্তিত্বের বিকাশ , চরিত্র গঠন , নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি , জাতীয়তাবোধের বিকাশ ও সর্বোপরি ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল যৌথ এনসিসি প্রশিক্ষণ শিবির ।

বালুরঘাট শহরের ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ে ৭ ব্যাটিলিয়ন এনসিসি ইউনিটের উদ্যোগে জেলার বিভিন্ন কলেজের ৩৫০ জন পড়ুয়া এই বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন । ১৫ মার্চ থেকে ২৪ মার্চ অবধি টানা ১০ দিন ধরে চলা এই শিবিরে ৭ বি এন কর্নেলের ও বালুরঘাট কলেজের মহিলা কমান্ডান্ট মিঠু বিশ্বাসের নেতৃত্বাধীনে প্রশিক্ষণ শিবির চলছে।

প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের দক্ষতা বৃদ্ধির জন্য যোগ ব্যায়াম , ড্রিল , বন্দুক চালনা , অবস্টাকল কোর্স , ম্যাপ রিডিং , হেলথ হাইজিন , ফিল্ড ক্রাফ্ট , ব্যাটল ক্রাফ্ট , ইকোলজি , সমাজ সেবা এবং জাতীয় ঐক্য প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ চলছে ।
আরও পড়ুনঃ বাগডোগরা বিমানবন্দরে আটক ২ চীনা নাগরিক
ক্যাম্পের মুখ্য উদ্দেশ্য , স্থলসেনা শিবিরের প্রতিযোগিতার জন্য ছাত্র-ছাত্রীদের তৈরী করা ও প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে তাদের ” বি” ও ” সি” ক্যাটাগরির জন্য সার্টিফিকেট অর্জন করা বলে শিবিরের উদ্যোক্তারা জানিয়েছেন ।
পাশাপাশি এই শিবিরে উপস্থিত হওয়া প্রশিক্ষণরত এনসিসি ছাত্র- ছাত্রীরা জানিয়েছেন তারা এই প্রশিক্ষণ শিবির থেকে নিজেরা নিজেদের ঘষে মেজে তৈরি করে উপকৃত হয়েছেন। যদিও উদ্যোক্তাদের দাবি করোনা বিধি মাথায় রেখে গত একবছরে কোন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত না করলেও এবার সব দিক সুরক্ষাবিধি মেনেই তারা এবার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584