নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
নির্বাচনী দামামা বাজতেই জেলায় জেলায় শুরু হয়েছে ভোট উৎসব ৷ থেমে নেই দক্ষিণ দিনাজপুর জেলা।কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ানো হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ।
এবার কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ ভোট কর্মীদের সাথে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে যাবেন মহিলা ভোটকর্মীরা ।আজ বালুরঘাট কলেজে মহিলা ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল জেলা প্রশাসনের তরফ থেকে ৷ জেলার দুটি প্রশিক্ষণ কেন্দ্রে মোট ৮০০ জন মহিলা ভোটকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।
পাশাপাশি আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে মহিলা ভোটকর্মীদের সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে এবং কোভিড বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়। ট্যাবলোটি উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল ।
পাশাপাশি এদিন বালুরঘাট কলেজ ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরেও মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।এদিন বালুরঘাট কলেজের মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ খতিয়ে দেখেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য নির্বাচন আধিকারিক নিখিল নির্মল ।পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য আধিকারিকরা ।
আরও পড়ুনঃ বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা সৌমেনের
দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য নির্বাচন আধিকারিক নিখিল নির্মল জানিয়েছেন যে, এই বছর দক্ষিণ দিনাজপুর জেলায় ৬৫ টি মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র থাকবে। এই ভোট গ্রহণ কেন্দ্র গুলি ভোটের পূর্বে ডি এম, এ ডি এম,এস ডি ও লেভেলের আধিকারিকরা এই ভোট গ্রহণ কেন্দ্র গুলির ব্যবস্থা খতিয়ে দেখবেন বলে নিখিল নির্মল জানিয়েছেন। পাশাপাশি এই ভোটকর্মীদের সুরক্ষার জন্য ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা , জেলা প্রশাসন সূত্রে এমনই জানানো হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584