শ্যামল রায়,কালনাঃ
বৃহস্পতিবার থেকে তিনদিনের কালনা মহকুমার নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো কালনা মহকুমা শাসকের দপ্তরের সেমিনার হলে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক নিতেশ ঢালী, সুগত সাহা পূর্বস্থলীএক নম্বর ব্লকের যুগ্ম সমন্বয়কারী দুর্গাপ্রসাদ ঘোষসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। এদিন পূর্বস্থলী এক ও দুই মন্তেশ্বর , কালনা এক ও দুই ব্লকের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে যে যাঁরা সদস্য হয়েছেন তাদের দায়িত্ব কর্তব্য সরকারি প্রকল্পের বাস্তবিক ধারণা সম্পর্কে পদাধিকার ব্যাক্তিদের কি কি কাজ কি করনীয় পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকবর্গ। তিন দিন ধরে চলবে এই ধরনের কর্মশালা।
পূর্বস্থলী দুই নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য তাপস চৌধুরী জানালেন যে আমাদের অনেকেই আছেন যারা সদস্য হয়েছেন অথচ সদস্য হলে কি কি দায়িত্ব জানা নেই। তাই সরকারি আধিকারিক রা সদস্যদের নানাবিধ প্রশ্নের এবং নানাবিধ ধারণা এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আলোচনা করবেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584