শ্যামল রায়,বর্ধমানঃ
বুধবার মন্তেশ্বর ব্লকের ফার্মার চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বর কিষাণ মান্ডি হলঘরে। এই শিবিরে দেড় শতাধিক চাষী উপস্থিত হয়েছিলেন।
মন্তেশ্বর কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে কৃষকদের আধুনিক প্রযুক্তিগত উন্নতি ঘটাতে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও জমিতে কিভাবে সার প্রয়োগ করা হবে কতটুকু পরিমান দেওয়া হবে সে বিষয়ে সচেতনতা বাড়াতে চাষিদের কাছে প্রশিক্ষণরত শিক্ষকরা তুলে ধরেন। এছাড়াও চাষীদের কিভাবে ব্যবসামুখী করা যায় এবং সরকারি কি কি সুযোগ সুবিধা আছে সেই সম্পর্কে ওয়াকিবহাল করা হয় এদিনের প্রশিক্ষণ শিবিরে।
একটি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকসেস উন্নয়ন পরিষেবা নামে সংস্থা এই চাষীদের উন্নতি ঘটাতে সরকারের সাথে কাজ করে চলছে।
সংস্থার জেলা কো-অর্ডিনেটার মধুসূদন দেবনাথ জানিয়েছেন জেলা জুড়ে বিভিন্ন ব্লকে চাষীদের উন্নতি ঘটাতে এ ধরনের প্রশিক্ষণ শিবির করা হবে। মূলত চাষীদের ব্যবসামুখী করতেই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সুদীপ্ত সাহা ও ইন্দ্রনীল মজুমদার সহ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584