নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কি পদ্ধতিতে করোনা আক্রান্ত সন্দেহ ভাজনদের লালারস সংগ্রহ করতে হয়, তা জানা ছিল না ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের। এতদিন হাসপাতালে কোনও রোগী ভর্তি হওয়ার পর, সেই রোগী আদৌ করোনা পজেটিভ না নেগেটিভ তা জানা যাচ্ছিল না। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে।
অবশেষে গত ১৬ এপ্রিল হাসপাতালের চারজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং একজন মেডিকেল অফিসারকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তারা প্রশিক্ষণ নিয়ে সেখান থেকে শিখে আসেন কিভাবে আক্রান্ত ব্যক্তির লালারস সংগ্রহ করতে হয়।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রায়গঞ্জ মেডিকেলে জেলাশাসক, পুলিশ সুপার
শুধু তাই নয়, কিভাবে প্যাকেজিং ও ট্রান্সপোর্টেশন করতে হয় তাও শিখে আসেন তারা। অর্থাৎ এতদিন লালারস সংগ্রহ করতে রীতিমতো বিপাকে পড়তে হয়েছিল মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে এবার থেকে করোনা সন্দেহে রোগী এলে লালারস সংগ্রহ করতে পারবেন কর্মীরা বলে হাসপাতাল সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584