মনিরুল হক, কোচবিহারঃ
পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ শিবির শুরু হল মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও অফিসে। বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শিবির শুরু হয়। তিনদিন চলবে। আগামী পাঁচবছর মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত বিষয়ক বিভিন্ন কাজ তারা কীভাবে করবেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের জন্য কীভাবে কাজ করবেন, সেই বিষয়ে এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হবে।
মাথাভাঙ্গা ১ নং ব্লকের জয়েন্ট বিডিও অলোক রঞ্জন বসাক বলেন, পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তিনদিন ধরে এই প্রশিক্ষণ চলবে। আগামী পাঁচ বছর ওনারা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজ কীভাবে করবেন, তাদের দায়িত্ব কি হবে, শিক্ষা-স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়ন কাজ কীভাবে করবেন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন বিডিও অফিসের মিটিং হলে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584