ধান রোপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ

0
182

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

training of use paddy implantation machine | newsfront.co
নিজস্ব চিত্র

কৃষকদের উন্নতির লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের মাধ্যমে নানাভাবে প্রশিক্ষনের মধ্য দিয়ে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে যাতে কৃষি কার্য এগিয়ে আসে সেই কারনে তাদের প্রশিক্ষনের ব্যবস্থাও করা হচ্ছে।

paddy implantation machine | newsfront.co
প্রশিক্ষণ।নিজস্ব চিত্র

এবারে অধিক সাশ্রয় এবং অধিক লাভ জন্য ধান রোয়া করতে। ধান রোয়ার যন্ত্রের ব্যবহারে উৎসাহ দিচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তর।কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার ও অনন্তপুর অঞ্চলের দুটি জায়গায় ১ একক করে জমিতে কৃষি দপ্তরের সহযোগিতায় যন্ত্র দিয়ে উত্তর দিনাজপুর জেলার সুনামধন্য তুলাই পাঞ্জি চালের বিচন রোয়া করে চাষীদের প্রদর্শনী ক্ষেত্র তৈরী করা হয়।

Badal Devsharma | newsfront.co
বাদল দেবশর্মা, কৃষক। নিজস্ব চিত্র

এই যন্ত্রের মাধ্যমে দ্রুত দক্ষতার সঙ্গে ধান রোয়া করা সম্ভব। কারন এই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ের এবং অল্প খরচের মধ্যে বেশি পরিমান ধানের গাছ রোপন করা যাবে এবং ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। এই যন্ত্র আগামীতে কৃষিতে আমূল পরিবর্তন নিয়ে আসবে।

আরও পড়ুনঃ প্রতাপপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির খুঁটিপুজো ঘিরে উদ্দীপনা

কারন যত দিন যাচ্ছে রাজ্য কৃষি দপ্তর বিজ্ঞান সম্মত পদ্ধতির মাধ্যমে অল্প সময়ের মধ্যে বেশি পরিমান ফসল উৎপাদন করতে পারে কৃষকেরা। বেশি ফসল উৎপাদন হলে কৃষকেরা কৃষি কাজে এগিয়ে আসবে।

এদিনের তুইপাঞ্জি ধানের বিচন রোয়াকে কেন্দ্র করে চাষিদের উৎসাহতা ছিল ভালোই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here