সুদীপ পাল, বর্ধমান:
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা পুলিশের তরফে দেওয়া হবে এই প্রশিক্ষণ। বর্ধমান হাসপাতালে রোগীর সাথে ডাক্তারের অশান্তি এবং রোগীর পরিবারের ডাক্তারদের উপর আঘাত করার মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে।
এমনকি রোগীর ভিড় সামাল দিতে পুলিশের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালানো হবে বলে জানা যাচ্ছে। হাসপাতালে নিরাপত্তা কর্মীদের ১৫ জনকে নিয়ে একটি করে দল গঠন করে তারপর দেওয়া হবে প্রশিক্ষণ।
আরও পড়ুনঃ লোমশ মাকড়সা ঘিরে আতঙ্ক বুনিয়াদপুরে
একইসাথে হাসপাতালের সামনে যানজট এড়ানোর ব্যবস্থা ভেবেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি বিভাগের সামনে রাস্তাটিকে ‘ওয়ান ওয়ে’ করার কথা ভাবা হচ্ছে। হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন, পেট্রোলিং বাড়ানো নিয়ে ভাবা হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584