পিয়ালী দাস,বীরভূমঃ
ফের নির্বাচনের মুখে বীরভূম জেলা পুলিশ সুপার বদল।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বর্তমান পুলিশ সুপার শ্যাম সিং এর জায়গায় নতুন পুলিশ সুপার হলেন আভান্যু রবীন্দ্রনাথ।
গত শুক্রবার নির্বাচন কমিশন লোকসভা ভোট পর্ব চলাকালীন রাজ্যের চারজন পুলিশ আধিকারিক এর বদলির নির্দেশ দেন।এর মধ্যে ছিলেন দুজন পুলিশ সুপার।আর তার অন্যতম হলো বীরভূম জেলার পুলিশ সুপারের বদলি। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন বীরভূম জেলা পুলিশ সুপার মুকেশ কুমার এর বদলী করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশমতো সব্যসাচী রমন মিশ্র বীরভূম জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন এবং বিধানসভা ভোট পর্ব পরিচালনা করেন।যদিও সেই পর্ব চুকে যাওয়ার পর ফের মুকেশ কুমার বীরভূম জেলার পুলিশ সুপারের পদে ফিরে আসেন।আবার বীরভূমে সেই নির্বাচনের আগেই জেলা পুলিশ সুপার বদল করা হলো।এদিকে এই বদলি প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায় বলেন,’নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা মত কাজ করেছে।সন্ত্রাস কবলিত বীরভূম জেলার লোকসভা অবাধ নির্বাচনের জন্য প্রতি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর আবেদন আমরা জানিয়েছি।’
অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘নির্বাচন কমিশন তার কাজ করেছে।আমরা এই লোকসভা নির্বাচন আগেই জিতে গিয়েছি।তবে এবার আমাদের প্রার্থীরা কত বেশি লিড পাবে সেটা নিয়ে আমরা রাজনৈতিক লড়াই করছি বিরোধীদের সঙ্গে।এর আগেও বীরভূম জেলা প্রশাসন সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পুরস্কার লাভ করেছিল এবারও সেই পুরস্কার পাবে আমাদের জেলা।’
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ প্রশাসনে রদবদল
রাজনৈতিক ভাবে অস্থিরতা যে মাথা চাড়া দিচ্ছে তা ঘটনাগুলি প্রমান দিচ্ছে।নির্বাচনের দিন এগিয়ে আসছে যত ততই সমীকরণ পাল্টাচ্ছে, তার মধ্যে পুলিশ সুপারের বদলি রাজনৈতিক মহলে এর প্রভাব কতখানি পড়বে সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584