বদলি ঘিরে ফের বিক্ষোভ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে

0
222

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আচমকাই মঙ্গলবার বিকেলে জারি হওয়া একটি বদলির নোটিশকে ঘিরে ফের বিদ্রোহের আগুন জ্বলল কলকাতা পুলিশ ট্রেনি়ং স্কুলে। ওই নোটিশে দেখা গিয়েছে, কমব্যাট ব্যাটেলিয়ন এবং ডিএমজি থেকে ১৩ জন কনস্টেবলকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, ডিসি কমব্যাট নভেন্দ্র সিং পলকেও ওয়্যারলেস ব্রাঞ্চে বদলি করা হয়েছে বলে সূত্রের খবর।

kolkata PTS | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত কিছুদিন আগে পুলিশ ট্রেনিং স্কুলে বেশকিছু পুলিশকর্মীরা করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পরেও তাদের সংস্পর্শে আসা সহকর্মীদের কোয়ারেন্টাইন এ পাঠানো হচ্ছে না এবং ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না। এই অভিযোগে বিপুল ঝামেলা হয় কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে। এমনকি বাস দিয়ে পিসি কমব্যাটকে মারধর করা হয়েছে এমন অভিযোগ ওঠে। আর এই ঘটনাতেই সকলের সামনে প্রকাশ্যে চলে আসে প্রশাসনের সবচেয়ে শৃঙ্খলিত বাহিনী কলকাতা পুলিশের অন্দরের বিশৃঙ্খলা।ঘটনাস্থলে পরের দিন সকালবেলায় ছুটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে।

order | newsfront.co
বদলির নির্দেশ

এই ঘটনাই নয়, এরপর দু’সপ্তাহে মোট তিন বার কলকাতা পুলিশের বিক্ষোভের ঘটনা ঘটে। আচার্য জগদীশচন্দ্র বোস রোডের পুলিশ ট্রেনিং স্কুল ছাড়াও গড়ফা থানা এবং সল্টলেকে ফোর্থ ব্যাটেলিয়ানের দফতরেও একই বিষয় নিয়ে বিক্ষোভ হয়।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত সিবিআই শীর্ষ আধিকারিক

ঘটনার পরই কলকাতা পুলিশ কর্মীদের করোনাভাইরাস পরীক্ষার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। সূত্রের খবর মঙ্গলবার পর্যন্ত কলকাতা পুলিশের ২২০ জনের করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। ঘটনার পর পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএসে পরীক্ষা করেও একসাথে ২৪ জনের সংক্রমণে খবর পাওয়া যায়।

কিন্তু কেন প্রশাসনের সবচেয়ে শৃঙ্খলিত বাহিনীতে বিদ্রোহ ঘটল, তা নিয়ে রাজ্য সরকারের তরফে অন্তর্তদন্তের নির্দেশ দেওয়া হয়। আর তাতেই এই কনস্টেবলদের নাম উঠে আসে বলে অভিযোগ। আরও অভিযোগ, এরা বিদ্রোহে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এই বদলির নির্দেশ ভাল ভাবে নেননি পুলিশকর্মীরা। মঙ্গলবার রাতে শুরু হয়েছে দফায় দফায় বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী-সহ লালবাজারের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here