শ্যামল রায়,কালনাঃ
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সভায় মুখ্যমন্ত্রী ঘোষনা করেন অনুমোদন ছাড়া দলীয় খোলা যাবে না।অথচ সেই ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মন্তেশ্বরে সমবায় সমিতির অফিস ঘর দখল করে চলছে দলীয় কার্যকলাপ যাতে আবার দলের জেলা নেতৃত্বের নেই অনুমোদন।অনুমোদনহীন অফিস চালানোর অভিযোগের তির মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমদ হোসেন সেখ এবং তার গোষ্ঠীর দিকে।আর এই কার্যালয় ঘিরে উঠে এলো গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র।ব্লক সভাপতি আজিজুল মন্ডলের মতামতকে কার্যত গুরুত্ব দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত স্তরের একটি গোষ্ঠী।দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী সদ্য সিপিএম ত্যাগী শিশির ঘোষ সুজিত ভট্টাচার্যের মত তৃণমূল সদস্যরাই এই ঘটনা সংগঠিত করছে।স্থানীয় বিধায়ক সৈকত পাঁজা এই গোষ্ঠি কোন্দলের সমাধান করতে অপারগ শুধু তাই তাই নয় তার বিরুদ্ধেও উঠছে একাধিক অভিযোগ।
সমবায় সমিতির অফিস ঘর দখল করে দলীয় কার্যালয় গড়ে তোলার বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি আজিজুল মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে,এই বিষয়ে আমি কিছু জানি না তবে খোঁজ খবর নিয়ে জেলা নেতাদের সাথে কথা বলবো।জেলা সভাপতি স্বপন দেবনাথ জানান যে,বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে মতামত দেবো।
নেতৃত্ব যতই না জানার কথা বলুন কিন্তু সাধারণ মানুষ জানে গোষ্ঠী কোন্দলে দীর্ণ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ও পূর্বস্থলী ২ নম্বর ব্লকের দলীয় সংগঠন।পুরানো কর্মীদের তোয়াক্কা না করে সদ্য দলে যোগদানকারী নেতারদের বাড় বাড়ন্তে ক্ষুব্ধ দলের এক শ্রেনীর কর্মী থেকে সাধারণ মানুষও।শুধু তাই নয় পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তোলা আদায়ের অভিযোগও উঠছে।
আরও পড়ুনঃ বিজেপির রথযাত্রা নিয়ে অনুব্রতর কটাক্ষ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584