মানবিক অধিকারের দাবীতে ঐক্যবদ্ধ রূপান্তরকামীরা

0
141

সংহিতা দেব, বহরমপুর:25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর নারী নির্যাতন বিরোধী পক্ষকাল পালনের অঙ্গ হিসাবে আজ বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে রূপান্তরকামীদের সংস্থা সংগ্রাম আয়োজন করে এক সভার। 2006 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যাপক ডঃ রাজর্ষি চক্রবর্তীর উদ্যোগে মধ্যবাংলার সংগ্রাম নামে এক সংগঠন প্রতিষ্ঠিত হয়।আজকের এই সভায় মুর্শিদাবাদসহ পার্শ্ববর্তী জেলার রূপান্তরকামীদের সঙ্গে বৃহন্নলারাও উপস্থিত ছিলেন।

নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নিরুপম বিশ্বাস, অধ্যাপক শক্তিনাথ ঝাঁ ও লেখিকা জিনাত রেহেনা ইসলাম আলোচক হিসাবে এই সভায় ছিলেন।আলোচকরা সকলেই রূপান্তরকামী ও বৃহন্নলাদের মানবিক দাবিতে সোচ্চার হন এবং তাদের সামজিক মুক্তাঙ্গনের অধিকারের যে লড়াই তার পাশে থাকার অঙ্গীকারও করেন।

বক্তব্য রাখছেন অধ্যাপক শক্তিনাথ ঝাঁ। নিজস্ব চিত্র

মধ্যবঙ্গ সংগ্রাম সংস্থার কর্ণধার অরুনাভ নাথ জানান যে, তারা শিক্ষা কর্মজগৎ স্বাস্থ্য আইনি ব্যবস্থা সকল বিষয়ে রূপান্তরকামী ও বৃহন্নলাদের সাহায্যের জন্য সংস্থার একটি টোল ফ্রি নম্বর চালু করেছেন।তারা ঐক্যবদ্ধ নিজেদের মানবিক অধিকার রক্ষার্থে। এই সভায় কয়েকটি ডকুমেন্টারির ফিল্মও প্রর্দশন করা হয়।

লেখিকা জিনাত রেহেনা ইসলাম। নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here