তিক্ত চিন, মধুর ভারত – বাংলাদেশ সম্পর্ক

0
64

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ship on the way | newsfront.co
নিজস্ব চিত্র

নোভেল করোনা ভাইরাসের মাঝে চিনের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্ক হলেও এবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মধুর হল। এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া থেকে শুরু হল ভারত- বাংলাদেশ জলপথে পণ্য পরিবহন ব‍্যবস্থা।

transport | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর থেকে এই পণ্য পরিবহনের সূচনা হয়। ভারতের পূর্ব জোনে এই প্রথম জলপথে আন্তর্জাতিকভাবে পরিবহন শুরু হল। এদিন এমভি পৃথ্বি নামক জাহাজ ৪৫টি কন্টেইনার নিয়ে এই পরিবহনের সূচনা করে।

ship | newsfront.co
নিজস্ব চিত্র

হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার এবং হলদিয়া বন্দরের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও ফাইভস্টার লজিস্টিকসের বিভিন্ন নাবিকরা সবুজ সংকেত দেওয়ার পর শুরু হয় পণ্য পরিবহন। হলদিয়া থেকে বাংলাদেশ পরিবহনের জন্য সময় লাগবে ৭দিন।

আরও পড়ুনঃ জরুরী ভিত্তিতে রাস্তা তৈরির কাজ শুরু চোপড়াতে

কম খরচে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে এই পরিবহন খুবই কার্যকরী। এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লজিস্টিকস হ্যান্ডলিংয়ের ক‍্যাপটেন আশরাফ আলি , হলদিয়া বন্দরের জি এম এ কে মহাপাত্র, ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোজাফফর সহ অন‍্যান‍্যরা।

এই পরিবহনের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা ফাইভস্টার গ্রুপ অফ কোম্পানি। হলদিয়া বন্দর থেকে নারায়ণগঞ্জ হয়ে বাংলাদেশে ঢুকবে এই জাহাজটি। ভবিষ্যতের জন্য ভালো দরজা খুলে গেল বাণিজ্য ক্ষেত্রে বলে জানান বন্দরের জেনারেল ম্যানেজার এ কে মহাপাত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here