নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলাইতে নিহত তৃণমূল কর্মী মাধব গড়াই এর পরিবারের সঙ্গে দেখা করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য গত ৩০ শে নভেম্বর দাঁতন এ বিজেপি দুষ্কৃতী হামলায় নিহত তৃণমূল কর্মী মাধব ঘোড়াই এর পরিবারের হাতে দলের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা এবং আগামীদিনে সর্বতভাবে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের সেচ ও পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার খড়্গপুরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে তিনি দাঁতনে যান। ওইদিন বিজেপি দুষ্কৃতীদের আক্রমণে আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং এই ঘটনায় জড়িত সকল দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ দিলেন জেলার পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: বিজেপির আক্রমনে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এদের কে মেরে ফেলার জন্যই এই ধরনের ঘটনা করা হয়েছে। ইতিমধ্যেই ১১ জন গ্রেফতার হয়েছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত। বাকি ১৭ জনকে গ্রেফতার করা হবে এমনই বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584