মেদিনীপুরে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে বৈঠক পরিবহণমন্ত্রীর

0
235

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার মেদিনীপুর শহরে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে বৈঠক করেন ব্যাঙ্কের চেয়ারম্যান তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব চিত্র

ওই বৈঠকে মেদিনীপুর বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সকল শাখার ম্যানেজার ও সুপারভাইজারদের নিয়ে বার্ষিক বৈঠক করেন ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে কোথায় কি সমস্যা রয়েছে এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা যায়।

নিজস্ব চিত্র

বৈঠকে শুভেন্দু বাবু ব্যাঙ্কের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি ব্যাঙ্কের কর্মীদের আরো ভালোভাবে কাজকর্ম করার নির্দেশ দেন। ওই বৈঠকে গত ছয় মাস ধরে কি কাজ করা হয়েছে তা তিনি উপস্থিত সকলের কাছে এক এক করে জানেন। কিভাবে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক আগামী দিনে মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দেবে তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত ভাবে আলোচনা করেন।

নিজস্ব চিত্র

ওই বৈঠকে ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী সহ উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, ব্যাঙ্কের অন্যতম সদস্য প্রদীপ পাত্র সহ ব্যাঙ্কের পরিচালন কমিটির অন্যান্য সদস্যগণ। সেই সঙ্গে কোথাও কোন সমস্যা আছে কিনা তাও তিনি উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে জানতে চান। তিনি সমবায়ের মাধ্যমে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here