শঙ্করপুরে ক্ষয়ক্ষতির তদারকিতে রাজ্যের পরিবহণ মন্ত্রী

0
33

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই মেদিনীপুর-সহ একাধিক জেলা। সোমবার পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা শঙ্করপুরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া মাত্রই কাঁথির বাড়ি থেকে বেরিয়ে পড়েন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Transport Minister monitoring the damage in Shankarpur
তদারকিতে পরিবহণ মন্ত্রী-সহ অন্যান্যরা। নিজস্ব চিত্র

এ দিন শুভেন্দুবাবু রামনগর-১ ব্লকের শঙ্করপুর, জ্যামড়া শ্যামপুর, তাজপুর, জলধা-সহ উপকূলবর্তী একাধিক এলাকা ঘুরে দেখেন। তারপর তিনি ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস, রামনগর-১ এর বিডিও আশীষ কুমার রায়, সভাপতি শম্পা মহাপাত্র, সহ-সভাপতি নিতাই চরণ সার-সহ সেচ দফতরের অন্যান্য আধিকারিকরা।

Transport Minister monitoring the damage in Shankarpur
সরকারি আধিকারিকদের সাথে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

এ দিন মন্ত্রী শুভেন্দু অধিকারী রামনগর-১ ব্লকের শঙ্করপুর থেকে জলধা সমুদ্র উপকূলবর্তী এলাকা ও সমুদ্র বাঁধ পর্যবেক্ষণ করেন। ব্লক প্রশাসন সূত্রের খবর, শঙ্করপুর থেকে জলধা পর্যন্ত সমুদ্র বাঁধ অরক্ষিত। বাঁধের জল প্রায়শই গ্রামে ঢুকে পড়ে। এলাকার মানুষজন প্লাবিত হয়ে যায়। তাই সমুদ্রের জল ঢুকে মানুষজন যাতে প্লাবিত না হয়ে পড়ে, সেইজন্য প্রটেকশন ওয়ার্ক খুব তাড়াতাড়ি শুরু করার নির্দেশ দেন পরিবহণ মন্ত্রী।

তিনি আশ্বাস দেন, ওই এলাকার বাসিন্দাদের আর আতঙ্কের মধ্যে থাকতে হবে না। রামনগর-১ এর বিডিও আশীষ কুমার রায়কে দ্রুত উন্নয়ন মূলক কাজের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। উনি জানান, আগামী দিনে রামনগর-১ ও ২ ব্লকে সমান্তরালভাবে দ্রুত উন্নয়ন মূলক কাজের রূপায়ণ হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here