নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সমুদ্র কার না ভালো লাগে কিন্তু যাদের উপায় থাকে না যাওয়ার, দেখার, অনুভব করার, তাঁদের দেখালো অনুভব করালো পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি।
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির জুভেনাইল হোমের মানসিক দিব্যাঙ্গ বালিকা ৩৮ জন, এদের মধ্যে ১১ জনই সেরিব্রাল পলিসি। যারা সব সময় শুয়ে থাকে হুইল চেয়ার ছাড়া ঘোরাফেরা করতে পারে না। বাকিরা মানসিক ভারসাম্য হীন তবে সবারই অনুভূতি আছে তাঁদের নিয়ে দুর্সাহসিক উদ্যোগ নেয় নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি। হোমের দিদিদের সাথে আলোচনা করে কর্তৃপক্ষ সিদ্বান্ত নেয় এবার শীতের সকালে এই স্বপ্ন সুন্দরী সাগর সৈকত দেখানোর।
জেলা প্রশাসনের অনুমতি আর জেলা পুলিশের সহায়তায় হোমের ১৫ জন দিদিরা তাঁদের স্নেহের সালমা, সন্ধ্যা, পূজা, বিদ্যা, নাসিমা, সোনিয়া, গঙ্গার মতো সকল আবাসিকদের নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ে মন্দারমণির পথে। পুলিশের একটি বাস তার সঙ্গে মাননীয় শ্রী শুভেন্দু বাবুর দেওয়া স্কুল বাস নিয়ে। ৬৫ জনের টিম সকাল থেকে বালুকা তটে ঘোরাফেরা, জলে পা দিয়ে অনুভূতি দুরাকাশের পানে তাকিয়ে নীল আকাশ, জাতীয় পতাকা নাড়িয়ে সমুদ্রের গল্প বলার সাথে সাথে দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয় সারাদিন ধরে। ওরা হেসে, ঠোঁট নেড়ে, চাউনিতে, ওদের মত করে কথা বলাবলিতে এবং আকার ইঙ্গিতে অনুভব করল সমুদ্রের খেয়াল আর ঢেউয়ের ভৈরব।
সুপার সঞ্চিতা গিরি, দেবশ্রী ত্রিপাঠি ঈশিতা, কাবেরী, পম্পার এদের বাঁধ ভাঙা আনন্দ দিতে পেরে খুশি। খুশি হোমের কর্তৃপক্ষ ওদের সমুদ্র দেখাতে পেরে।
হোমের সাধারণ সম্পাদক বলেন সেই ২০০৬ সাল থেকে বেড়ানো রীতি বজায় রাখতে পেরে আমরা আনন্দিত। বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে দার্জিলিং পাহাড় থেকে সাগর এই বাংলার সব রূপই এদের দেখাতে অনুভব করাতে পেরেছি এখন মনে হয় কবে এদের নিয়ে ভিন দেশে পাড়ি দেবো উড়োজাহাজ এ করে সেই অপেক্ষায় আছি। কারণ ওরা সব পারে সব করে, ওদের ও মন আছে, প্রাণ আছে, হৃদয় আছে অন্তর আছে। ওদের যদি একটু পাশে দাঁড়াতে পারি তাহলে দেশে বিদেশে ভ্রমণ শুধু নয় ওদের কীর্তি তুলে ধরতে পারি সেই অপেক্ষায় আমরা এখন প্রহর গুনছি। পুলিশ, প্রশাসন, স্থানীয় মানুষকে ধন্যবাদ জানাচ্ছি , ধন্যবাদ জানাচ্ছি শুভেন্দু বাবুকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584