পুরনো রেল ওভারব্রিজ নিয়ে আতঙ্কে রেলযাত্রীরা

0
195

সুদীপ পাল, বর্ধমানঃ

একদিকে বর্ধমান স্টেশনের ভেঙে পড়া অংশে যখন রঙিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ঠিক সেই সময় বর্ধমানবাসীদের মনে আতঙ্ক ঘুরছে পুরনো ওভার ব্রিজ নিয়ে।

বর্ধমান স্টেশনের ১ নম্বর থেকে ৮ নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে গেছে পুরনো ওভারব্রিজ। বেশ কিছুদিন আগে এই ওভারব্রিজের চাঙড় খসে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছিল। পুরনো এই ওভারব্রিজের বয়স আট দশক পেরিয়ে গেছে ইতিমধ্যেই।

পুরনো রেল ওভারব্রিজ। নিজস্ব চিত্র

শনিবার রাতে বর্ধমান স্টেশনের পুরনো ভবনের একটি অংশ ভেঙে পড়ার পর থেকে রেলযাত্রীদের মনে এখন আতঙ্কের জায়গা পুরনো রেল ওভারব্রিজ। যদিও রেলের তরফ থেকে বলা হচ্ছে, পুরনো রেল ওভারব্রিজ দিয়ে ভারি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র টোটো, বাইক বা সাইকেল জাতীয় যান চলাচল করে।

রেলের নতুন ওভারব্রিজ নির্মাণ করেছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড এবং জেলা প্রশাসন। তাদের তরফে জানানো হয়েছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কবে, কীভাবে পুরনো ওভারব্রিজ ভাঙা হবে।

বর্ধমান স্টেশনের অবস্থা নিয়ে নিত্যযাত্রীরা একদিকে যেমন আতঙ্কে রয়েছেন তেমনি কটাক্ষ করছেন রেল প্রশাসনকে। নিত্যযাত্রীদের বক্তব্য, বর্ধমান স্টেশনে সবসময় ভিড় থাকে। তাই চলার সময় আশেপাশের দিকে তাকিয়ে সচেতন ভাবে হাঁটতে হয়। কিন্তু যেভাবে পুরনো ভবনটি ভেঙে পড়েছে তাতে শুধু আশেপাশে তাকালেই হবে না উপরের দিকেও তাকাতে হবে। কেননা যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে প্রায় রক্ষণাবেক্ষণহীন বর্ধমান স্টেশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here