ফোনে চিকিৎসা শুরু

0
48

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

ফোনে চিকিৎসা পরিষেবা শুরু করল বর্ধমান পুরসভা। পুরসভার তরফে একটি তালিকা প্রকাশ করা হয় সেখানে সোম থেকে শনি প্রতিদিন একজন করে ডাক্তারের নাম ও ফোন নম্বর রয়েছে। রোগীরা সরাসরি ফোনে কথা বলতে পারবেন চিকিৎসকের সাথে।

treatment | newsfront.co
প্রতীকী চিত্র

বর্ধমান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহ বলেন, এই কঠিন পরিস্থিতিতে মানুষকে যাতে অসুবিধায় পড়তে না হয় সেজন্যই এই উদ্যোগ। স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নাক-কান-গলা, চক্ষু থেকে শুরু করে মেডিসিন সমস্ত রকমের ডাক্তারই রয়েছেন এই তালিকায়।

আরও পড়ুনঃ আচমকাই শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Notice | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে ইন্ডিয়ান ডেন্টিস্ট অ্যাসোসিয়েশনের তরফেও দাঁতের যেকোনো সমস্যায় শহরবাসীকে বিনামূল্যে পরামর্শ দিতে একটি চিকিৎসকের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৩ জন চিকিৎসককে নিয়ে এই দল গঠন করা হয়েছে।

একই সাথে বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার করা হচ্ছে, প্রয়োজন ছাড়া একেবারেই বাইরে বেরোনোর দরকার নেই। ওষুধের কোন প্রয়োজন হলে পুলিশকে ফোন করতে বলা হচ্ছে। পুলিশ পৌঁছে দেবে বাড়িতে ওষুধ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here