রাস্তা সম্প্রসারণের জেরে কাটা পড়ছে ঐতিহ্যবাহী তালগাছের সারি,ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

0
110

সুদীপ পাল,বর্ধমানঃ

tree cut for road expansion
কাটা পড়া তাল গাছ।নিজস্ব চিত্র

সময়টা ১৯৬৯ সাল। পরিচালক মৃণাল সেন পদার্পণ করলেন বর্ধমানের মানকরে। এখানেই হলো তাঁর বিখ্যাত কালজয়ী সিনেমার শুটিং ‘বাইশে শ্রাবণ’।১৯৭১-তে মুক্তি পেয়েছিল তাঁর এই ছবি। মানকর বুদবুদ রাস্তার উপর দাঁড়িয়ে থাকা তালগাছগুলিকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।

ব্যবহার করেছিলেন তাঁর ছবিতে। কিন্তু রাস্তা সম্প্রসারণের জন্য কেটে ফেলা হলো সমস্ত তালগাছ। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।সম্প্রতি গুসকরা মানকর রাস্তার সম্প্রসারণের কাজ চলছে।

আরও পড়ুনঃ ফেসবুকে বিতর্কিত পোস্ট,বাড়ি বয়ে তুলে আনার হুমকি বিক্ষুব্ধদের

সাধারণ মানুষ অনেকেই অভিযোগ করেছেন, এই রাস্তা সম্প্রসারণের কাজ ঠিকঠাক হচ্ছে না।কয়েক দিন আগেই মানকর স্টেশন বাজারে ঘটেছে দুর্ঘটনা। একটি গ্যাসের গাড়ি সম্পূর্ণ উল্টে গিয়েছিল।এলাকাবাসী ক্ষোভের সাথে জানিয়েছিলেন নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে না।

এখন সেই ক্ষোভের আগুনে ঘি ঢাললো এত দিনের পুরনো ঐতিহ্যবাহী তালগাছগুলি কেটে ফেলায়। বুদবুদ বনিকসভার সভাপতি রতন সাহা বলেন,’ওই রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা তালগাছের সারি উপভোগ করতেই বহু মানুষ এখানে ভিড় জমাত৷’ তিনি অভিযোগ করে বলেন, তাছাড়া কয়েকশো তালগাছ থেকে মানুষের রুটি-রুজির সন্ধান হত।

এলাকাবাসী প্রশ্ন তুলছেন, রাস্তা সম্প্রসারণ মানে কি সবুজের ধ্বংস করতে হবে? গাছ বাঁচিয়েও তো রাস্তা সম্প্রসারণ করা যেত। তাছাড়া এই গাছগুলির সাথে যখন মানকরের সেন্টিমেন্ট জড়িত তখন কাটার আগে ভাবা উচিত ছিল।গলসির পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, গাছ না কাটলে কোন ভাবেই রাস্তা সম্প্রসারণ করা যেত না।তবে কাজ শেষ হলেই পূর্ত দপ্তরের উদ্যোগে আবার গাছ লাগানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here