শ্যামল রায়,পূর্বস্থলীঃ
গাছকে যিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন।গাছে কেউ আঘাত করলে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আজও।তাঁর গাছের প্রতি গভীর প্রেম আর গাছকে বাঁচিয়ে রাখার যে সংগ্রাম তিনি চালিয়ে যাচ্ছেন সেই তরুদি ইন্দ্রানী পূর্বস্থলী ১ ব্লক জুড়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় চত্বরে সবুজায়ন করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন।তরুদি মঙ্গলবার জানালেন যে আগামী শুক্রবার বিদ্যালয় সবুজায়নের কাজটি শুরু করে দেবেন সমুদ্রগড় নিমতলা কেপিসি বালিকা বিদ্যালয়ে গাছ রোপনের মধ্যে দিয়ে। ওই দিন উপস্থিত থাকবেন বিদ্যালয় পরিদর্শক দিবাকর ঘোষ,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক বিভাস বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা কর্মকার সহ অনেকে। বিদ্যানগর রাম দাস বিদ্যামন্দির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস জানালেন যে, তাদের বিদ্যালয়ের শিক্ষিকা ইন্দ্রাণী দাস ইতিমধ্যে এলাকায় তরুদি নামে পরিচিত হয়ে পড়েছেন।তরুদি গাছ লাগাতে ভালোবাসেন গাছ সংরক্ষণ করতে ভালোবাসেন গাছের উপর যে কোনো ধরনের আঘাত হলেই তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন এবং গাছের ক্ষতি হলে গাছ ভেঙে পড়লে গাছ কাটা পড়লে তার দুচোখ দিয়ে জল ঝরে পড়ে। বৃক্ষপ্রেমী তরুদি গভীরভাবে গাছের প্রতি তার সন্তানের মতো ভালোবাসেন।এই ভালোবাসা দেখেই এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই এক নামে চেনেন তরুদি।তরুদি যেন গাছেদের কাছে একজন অভিভাবক পিতা-মাতার স্বরূপ। এলাকার ছোট-বড় সকলেই এক ডাকে চেনেন তরুদিকে।
গাছের প্রতি অত্যাচার গাছের প্রতি অনীহা দেখলেই তরুদি ঝাঁপিয়ে পড়েন তাদের সযত্নে বাঁচিয়ে রাখার জন্য।তাই তরুদির স্বপ্ন পূর্বস্থলী১ ব্লক জুড়ে যত প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আছে সেইসব বিদ্যালয় চত্বরকে সবুজায়ন করে তুলবেন।তাই এলাকার মানুষ ভীষণ খুশি হয়েছেন তরুদির এই ধরনের পরিকল্পনা গ্রহণ করায়।আগামী শুক্রবার থেকে শুরু হবে বিদ্যালয় চত্বরে সবুজায়নের কর্মধারা। ঐদিন কয়েকশো গাছ রোপণের মধ্যে দিয়ে তরুদি বেঁচে থাকবে মায়ের মত গাছেদের কাছে।
আরও পড়ুন: খণ্ডঘোষে গড়ে উঠছে কর্মতীর্থ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584