নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে চারাগাছ বিলি করল মেদিনীপুরের “অপরাজেয়” স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার নারায়ণগড় ব্লকের ছয় নম্বর অঞ্চলের পোলসিটা গ্রামের দুই শতাধিক পরিবারের হাতে চারাগাছ,মাস্ক-স্যানিটাইজার তুলে দেন তারা । উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম কোষাধ্যক্ষ অর্জুন দাস ও রাজকুমার রানা, সদস্য অভি কোলে, সুশান্ত জানা প্রমুখ।

এছাড়াও এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামপঞ্চায়েতের সদস্য তপন পাত্র, এলাকার শিক্ষক যুগল বেরা, অরুণ সিং, কালিপদ পাত্র প্রমুখ। এদিন সকালে মেদিনীপুর থেকে টোটোতে করে ২০০ চারাগাছ নিয়ে অপরাজেয়র সদস্যরা নারায়ণগড় ব্লকের এই গ্রামে পৌঁছান।

গ্রামের মানুষজনদের তারা বর্তমান সময়ে বৃক্ষরোপনের উপযোগিতা ও পানীয় জল অপচয় রোধে সচেতনতার বার্তা দেন, পাশাপাশি করোনা সচেতনতার বার্তা দিয়ে গ্রামবাসীদের চারাগাছ সহ অন্যান্য সচেতনতামূলক জিনিসপত্র তুলে দেন। পরে তারা স্থানীয় পোলসিটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, শিশুশিক্ষা কেন্দ্র প্রাঙ্গণ, বিবেকানন্দ সংঘের বাগানে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় মানুষজনদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বেশ কিছু চারাগাছ রোপণ করেন অপরাজেয় সংস্থার সদস্যরা।
আরও পড়ুনঃ কান্দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

আরও পড়ুনঃ সৌমিক হোসেনের অনুপ্রেরণায় বেঙ্গল প্রাইড ওয়েল ফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
সংগঠনের পক্ষে কাঞ্চন ঘড়া ও চিত্ততোষ পইড়া এক যৌথ বিবৃতিতে বলেন,”সারাবছর ব্যাপী পরিবেশ সচেতনতা সহ দুঃস্থ , অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমরা মানুষজনের পাশে দাঁড়ালাম। আগামী দিনেও আমাদের সংগঠন মানুষের অসহায় মুহূর্তে তাদের পাশে সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584