মনিরুল হক, কোচবিহারঃ
সবুজায়নের লক্ষ্যে কোচবিহার পুলিশ লাইনে বৃক্ষ রোপণ করা হল। শনিবার কোচবিহার পুলিশ লাইনের মাঠে এই বৃক্ষ রোপণ অনুষ্ঠান হয়। বনদফতরের সহযোগিতায় এবং কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়।
এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক সাহা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি, জেলা পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, ডিএফও বিমান বসু ও আরও অনেকে। এদিন জেলাশাসক কৌশিক সাহা, পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বৃক্ষ রোপণ করেন। ব্যান্ড পার্টি বাজিয়ে মহাসমারোহে গাছ লাগানোর উৎসব চলে।
পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, “আজকে পুলিশ লাইন মাঠে আমরা সবুজায়নের উদ্যোগ নিয়েছি। সবুজায়নের লক্ষ্যে রাজ্য সরকার নানা প্রকল্প নিয়েছে। আমাদের ডিজি সাহেব একটা প্রচেষ্টা নির্মল ও সবুজ পুলিশ ইউনিট। সেই দিকে লক্ষ্য রেখে আমরা পদক্ষেপ নিচ্ছি।
আজকে সকালে প্রতিটি পুলিশ স্টেশনে আমরা নির্মল অভিযান করেছি। আর সবুজায়নের পদক্ষেপ আমরা কোচবিহার পুলিশের হেড কোয়াটার থেকে শুরু করছি। সেই জন্য পুলিশ লাইন মাঠে গাছ লাগানো হচ্ছে। পাশাপাশি গাছ গুলি দেখভালের জন্য আমরা সচেষ্ট থাকব। ফুল, ফল, কাঠ সহ বিভিন্ন রকম গাছ লাগানো হবে। জায়গা অনুযায়ী সেইসব গাছ লাগানো হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584