সুদীপ পাল,বর্ধমানঃ
মানকর ইন্সটিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ বি.এড কলেজ এবং মানকর রামকৃষ্ণ শিক্ষায়তন রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করল। সাথে বৃক্ষরোপণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য ষোড়শী মোহন দাঁ, খান্ডারী অঞ্চল বনাধিকারিক কিশলয় মুখার্জি, অধ্যাপক ব্রজনাথ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। ষোড়শীবাবু তাঁর বক্তৃতায় বলেন, ‘রবীন্দ্রনাথের লেখনীতে মানুষ তার মত করে শান্তি পাচ্ছে। তাঁর লেখনীতে সত্যেকে আঁকড়ে ধরে থাকার রূপ খুঁজে পাওয়া যায়।’ মহাবিদ্যালয়ের সম্পাদক যোগজীবন গোস্বামী বলেন, ‘ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গাছের চারা বিলি করা হয় বিনামূল্যে। শুধু তাই নয় গাছ ঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা দেখেও পুরস্কার দেওয়া হয়।’ আধুনিক জীবনে রবীন্দ্রচর্চার প্রাসঙ্গিকতাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্য অনুষ্ঠিত হয়। বিশ্বভারতীর আদলে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং শিক্ষায়তন ও মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে নতুন চারা তুলে দেওয়া হয়। মহাবিদ্যালয়ের পড়ুয়া পারভেজ চৌধুরী বলেন, ‘শুধুমাত্র আজকের জন্য নয় সারা বছর সারা জীবন আমাদের এই আদর্শ মনে রাখতে হবে। আজকের দিনটি বার্তার দিন। এই বার্তা ধরে জীবনযাপন করা জরুরী।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584