বীরপাড়া উচ্চ বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ উদযাপনের সূচনা

0
295

নিজস্ব সংবাদদাতা আলিপুরদুয়ারঃ

শনিবার প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহের সূচনা করল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)। এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের উদ্যোগে এবং দলগাঁও রেঞ্জের বন দপ্তরের সহযোগিতায় প্রথম দিন বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয়।

Tree plantation | newsfront.co
বৃক্ষরোপণ৷ নিজস্ব চিত্র

তবে সপ্তাহ ব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী চলবে বলে জানা গেছে। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি পঙ্কজ দাস, দলগাঁও রেঞ্জের বন দপ্তরের রেঞ্জার দোরজি শেরপা, সমাজসেবী মান্নালাল জৈন, সঞ্জীব দত্ত, পরিচালন কমিটির সদস্য সঞ্জয় চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Birpara High School | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বদলে যাওয়া নতুন নামের ফলক বসল বন্দরে

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য জানান, “বিদ্যালয় চত্বরে বিভিন্ন ধরনের চারা গাছ লাগিয়ে আজ অরণ্য সপ্তাহের সূচনা করা হলো। অরণ্য সপ্তাহের বাকি দিন গুলিতেও বৃক্ষ রোপণ কর্মসূচী চলবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here