এলাহিয়া হাই মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

0
106

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার মেদিনীপুর সদরের এলাহিগঞ্জ এলাকায় অবস্থিত এলাহিয়া হাই-মাদ্রাসা(উঃ মাঃ)-এর ছাত্রাবাসে সামনের খোলা জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোপগড় বন দফতর থেকে প্রাপ্ত দেবদারু, মেহগনি, অমলতাস সহ কয়েকটি ফলের গাছ- আম, জাম, পেয়ারা, আমলকি গাছ সোমবার লাগানো হলো।

Tree Plantation
নিজস্ব চিত্র

বৃক্ষরোপণের সূচনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ তাজেম্মুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল (উঃ মাঃ)এর পরিবেশপ্রেমী, ভূগোল শিক্ষক মনিকাঞ্চন রায়। এছাড়াও মাদ্রাসার সহশিক্ষক সেখ আপসারুল হোসেন, তমাল খাটুয়া, আজিবুর রহমান বেগ, চিত্ততোষ পড়িয়া, নরসিংহ দাস, তহিদুল ইসলাম প্রমুখ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Planting
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেলদায় প্রয়াণ দিবসে শ্রদ্ধা কবিগুরুকে

তাজেম্মুল হোসেন বলেন, “শুধু বৃক্ষরোপণ করলে হবে না, রক্ষনাবেক্ষণ‌ও প্রয়োজন”। শিক্ষক মনিকাঞ্চন মনে করেন, বৃক্ষরোপণের সাথে সাথে চারাগাছের বৃদ্ধির দিকে নজর দেওয়া প্রয়োজন। সহশিক্ষক নরসিংহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা দরকার। তাদের উপর দেখভাল করার দায়িত্ব অর্পণ করতে হবে, তদারকির ভার শিক্ষকদের নিতে হবে। এদিনে কর্মসূচিতে মোট ৭০ টি চারাগাছ লাগানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here