হলদিয়ায় সবুজ ফেরাতে নয়া উদ্যোগ পরিবেশপ্রেমীদের

0
43

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

গত কয়েক সপ্তাহ আগে বিধ্বংশী ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া শহর জুড়ে হারিয়ে যাওয়া সবুজ ফেরাতে নতুন করে চারা তৈরি করছে হলদিয়া এস সি,এস টি,ও ওবিসি সমাজ কল‍্যাণ সমিতি। ওই সংগঠনের পক্ষ থেকে গন্ধরাজ লেবু,কামরাঙা,লিচু,পেয়ারা,আম,জবা,টগর সহ প্রভৃতি গাছে কলম তৈরি করা হচ্ছে।

Tree plantation | newsfront.co
নিজস্ব চিত্র

হলদিয়ার বিভিন্ন জায়গায় ১২-১৫ জনের একটি টিম করে নিয়মিত ভাবে কোন না কোন জায়গায় বিভিন্ন ফুল ও ফলের গাছের কলম তৈরি ও নতুন চারা তৈরির পরিকল্পনা নিচ্ছেন তারা। ওই সংগঠনের সভাপতি পেশায় স্কুল শিক্ষক ও পরিবেশ কর্মী রামপ্রসাদ দাস ছাড়াও তাপস জানা, সুব্রত প্রধান, রাজু মিদ্যা, সুমন আঢ্য প্রমুখ সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ আগামী মাস থেকেই প্রথম ধাপে ৮ টি সেতু সংস্কারের কাজ শুরু করবে কেএমডিএঃ ফিরহাদ

সভাপতি রামপ্রসাদ দাস বলেন “আমাদের লক্ষ্য – নতুন করে চারা তৈরি। এজন্যই আমাদের এই কর্মসূচি।” আর এই উদ্যোগকে দেখে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে প্রশাসন আধিকারিক থেকে শুরু করে স্থানীয় সমাজসেবী সংগঠন গুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here