নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ
আমপান এবং কালবৈশাখী এই দুই ঝড়ে হুগলিতে অন্তত ৭৫ হাজার গাছ নষ্ট হয়ে গিয়েছে। সেই সঙ্গে ক্ষতির মুখে পড়েছে হাজারো পাখি, পোকামাকড় ও অন্যান্য জীবেরা। এই ক্ষতি পূরণে সরকারি স্তরে চিন্তা ভাবনা শুরু হয়েছে। পাশাপাশি এগিয়ে এসেছে অনেক সংগঠন। স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর এলাকায় প্রায় ৩০০ মূল্যবান গাছ আমপানের তান্ডবে বিনষ্ট হয়েছে।
তাই জেলা জুড়ে সবুজায়নের লক্ষ্যে জাতীয় বাংলা সম্মেলনের শ্রীরামপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে সমগ্র শ্রীরামপুর এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।আমপান ঝড়ে যে বিপুলসংখ্যক গাছের ক্ষতি হয়েছে তা পূরণ করতে সকল বাঙালিকে এগিয়ে আসা দরকার। এই ভাবনা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানা যায় সংগঠনের তরফ থেকে।
আরও পড়ুনঃ মাটি কাটতে গিয়ে বেরোলো পাইপগান
সংগঠনের পক্ষ থেকে জেলা সভাপতি অনির্বান ভট্টাচার্য্য জানান,”বিগত দিন গুলোতে কিছু মুনাফার লোভে যে বিপুল সংখ্যক গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেই পরিবেশকে বাঁচিয়ে রাখতে এবং এলাকায় সৌন্দর্যায়নের জন্য আমরা আজ শ্রীরামপুর এলাকায় ১০০ – র বেশি গাছ লাগিয়েছি”। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ মেনেই এই উদ্যোগ পালন করেন সংগঠনের কর্মীরা। শহরে সবুজ আনতে এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584