নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পরিবেশ প্রেমের ভালো নজির তৈরি হলো মেদিনীপুরে। বনমহোৎসবকে সামনে রেখে মেদিনীপুর সদর মহকুমা শাসকের বিশেষ উদ্যোগে এবং মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ,হেল্পিংহ্যান্ড ,রাঙামাটি ঐকতান ক্লাব, ইন্দিরাপল্লী যুব গোষ্ঠীস উন্নয়ন সমিতি, সমাগম ক্লাব ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হলো মেদিনীপুর রেল ব্রিজ সংলগ্ন খোলা ময়দানে। উল্লেখ্য মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য পরিবেশপ্রমী শিক্ষক মনিকাঞ্চন রায় তাদের সংস্থার তরফ থেকে বেশ কয়েকদিন আগে রেলব্রীজ সংলগ্ন এলাকায় চারা গাছ লাগানোর আবেদন জানিয়েছিলেন মেদিনীপুর সদর মহাকুমা শাসক দীননারায়ণ ঘোষের কাছে।
এদিন সকালে খোলা মাঠে একটি বট গাছের চারা লাগিয়ে এদিনের কর্মসূচির সূচনা করেন মহাকুমা শাসক দীননারায়ণ ঘোষ। এদিন কর্মসূচির সূচনা অনুষ্ঠানে মহাকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিক মদনমোহন দে , কৌশিক রানা, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী,হেল্পিংহ্যান্ডের কর্ণাধার বিশ্বনাথ দিকপতি, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার ঘোষ,মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,পরিবেশ প্রেমী শিক্ষক অরিন্দম দাস,মণিকাঞ্চন রায় প্রমুখ। ছিলেন এলাহাবাদ ব্যঙ্কের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। মহকুমা শাসক তাঁর বক্তব্যে চারাগাছ গুলি রোপণ ও রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন ৮ টি বটগাছ সহ শতাধিক চারাগাছ রোপণ করা হয়। গাছের গোড়ায় জল দেওয়ার পাশাপাশি জৈবসার প্রয়োগ করা হয়।
আরও পড়ুনঃ নারী ও শিশু কল্যাণ দফতরের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ
এদিনের কর্মসূচিতে মেদিনীপুর কুইজ কেন্দ্র,হেল্পিংহ্যান্ড,ঐক্যতান ক্লাব, ইন্দিরাপল্লী যুব গোষ্ঠী উন্নয়ন সমিতি, সমাগম ক্লাব,ঝর্ণাডাঙ্গা যুবসংঘ, কেশপুরের দুঃস্থের ছায়া,জঙ্গল মহল উদ্যোগ,মাসা, মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর ছাত্র সমাজের সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেক পরিবেশপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584