রাজা নরেন্দ্রলাল মহিলা মহবিদ্যালয়ে বনমহোৎসব

0
193

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর

tree plantation
নিজস্ব চিত্র

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (স্বশাসিত) পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বনমহোৎসব কর্মসূচি। মহাবিদ্যালয়ের বলাকা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, স্বচ্ছতা অ্যাকসান প্ল্যান এবং এন এস এস-এর সহযোগিতায় কর্মসূচিটি সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে।

raja n l khan womens college
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দেফারডাম সোসাইটির ভ্যাকসিন প্রদান বহরমপুর সেন্ট জনস্ অ্যাম্বুলেন্সে

অতি বর্ষণের ভ্রুকুটি সত্বেও করোনা বিধি মেনে বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা,অশিক্ষক কর্মচারী এবং ছাত্রীরা সমবেত হয়েছিলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষা ড.জয়শ্রী লাহা,অধ্যাপক পলাশ ঘোড়াইসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here