সুদীপ পাল, বর্ধমানঃ
শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সচেতন থেকে একদিকে যেমন বাইশে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি তর্পণ আয়োজন করা হল অন্যদিকে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের গভীরতা দান করার জন্য বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করল মানকর রামকৃষ্ণ শিক্ষায়তন এবং মানকর ইন্সটিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বিশ্বভারতী’ পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য, পানাগড় বনাঞ্চলের আধিকারিক তরুণ কান্তি বন্দ্যোপাধ্যায়, খান্ডারী বনাঞ্চলের আধিকারিক কিশলয় মুখার্জি সহ বিশিষ্টরা। কলেজের সম্পাদক ডক্টর যোগজীবন গোস্বামী বলেন, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করলে তাঁর প্রয়াণ দিবসে গাছ লাগান।
অমিত্রসূদনবাবু তাঁর বক্তব্যে, রবীন্দ্রনাথের প্রয়াণের দিনের স্মৃতিচারণ করেন। কবির অসুস্থতা এবং শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো নিয়ে আসা ঘটনার সবিস্তার তিনি বর্ণনা করেন।
আরও পড়ুনঃ অর্নিবান সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচনে দুই বাংলার কবি সম্মেলন
বাইশে শ্রাবণে বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, রবীন্দ্রনাথ মৃত্যুতে বিশ্বাস করতেন না। প্রয়াণ দিবসে নতুন জীবনের অঙ্কুরোদগম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584