নিজস্ব সংবাদদাতা,হুগলিঃ
আজ হুগলি জেলার আরামবাগ আল আলম মিশনে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জানা গেছে , আরামবাগ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী সেখ সিরাজুল আলম সাহেব গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা ভেবে আল আলম মিশনের ছাত্র ও শিক্ষকদের হাতে কিছু গাছের চারা তুলে দেন । ছাত্র ও শিক্ষকরা ওই গাছের চারাগুলি মিশন চত্বরে রোপণ করে।আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী সেখ সিরাজুল আলম সাহেব, মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক , শীতলপুর হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু সালেহ মুসা সহ মিশনের সমস্ত শিক্ষক ও ছাত্ররা ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী সেখ সিরাজুল আলম সাহেব বলেন , বর্তমান সময়ে যে পরিমাণে বৃক্ষ নিধন হচ্ছে তাতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে । তাই পরিবেশের ভারসাম্যকে ঠিক রাখার জন্য প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগনো উচিৎ । সেই উদ্দেশ্য এই আজ আল আলম মিশনের ছাত্রদের হাতে কিছু গাছ তুলে দেওয়া হয়েছে ।
মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক বলেন , গাছ ছাড়া আমরা অচল । আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন এর প্রয়োজন সেটা আমরা গাছ থেকেই পাই । সেই কারণে বেশি বেশি করে গাছ লাগনো দরকার । হাজী সেখ সিরাজুল আলম সাহেব যে গাছ গুলো আমাদের ছাত্রদের দিয়েছেন সেগুলির আমরা সঠিক ভাবে দেখভাল করবো । আগামীতে আরও গাছ আমরা লাগাবো ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584