নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বিশ্ব উষ্ণায়নের চরম সংকট থেকে এই পৃথিবীকে রক্ষা করার তাগিদ অনুভব করে আলেখ্য বাঁকুড়া ও ব্যঞ্জনা কলকাতার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তিনশো একটি চারাগাছের বনসৃজনের মাধ্যমে একদিকে বনমহোৎসব অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘মরুবিজয়ের কেতন’ শীর্ষক অনুষ্ঠানটি হয় বাঁকুড়া শহরের প্রাচীনতম বঙ্গ বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পী ও কলাকুশলীরা। শনিবার সকালে শহরের প্রতাপবাগান সুকুমার উদ্যানের ছাতিম তলায় বিশ্বকবির আবক্ষ মূর্তির সামনে থেকে এই মহতী উদ্যোগের সূচনা হয়।
ব্যঞ্জনা কলকাতা ও আলেখ্য বাঁকুড়ার পক্ষ থেকে শর্মিষ্ঠা দত্তরায় জানান, কবিগুরুর বনমহোৎসবের ঐতিহ্য বজায় রেখে আমাদের এই উদ্যোগ। শান্তিনিকেতনের প্রথা অনুযায়ী একটি চারাগাছের পুজো করে তাতে বাতাস ও জল সিঞ্চনের মাধ্যমে ধুপ-দীপ দিয়ে আরতি করেই বৃক্ষরোপণ করা হয়।
শহরের বিভিন্ন বিশিষ্ট নাগরিক সহ কলকাতা জেলা থেকে আগত মানুষজন সমবেত হয়েছিলেন এই অনুষ্ঠানে। গাছের চারা বপন করার পর সন্ধ্যায় কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা এক মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেয় শহরবাসীকে। অনুষ্ঠানের শুভ সূচনা হয় দুই খুদে শিল্পীর সংগীতের মাধ্যমে। ছিল বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীবৃন্দের কথানাটক, আবৃত্তি র অনুষ্ঠান। অনুষ্ঠানে আলেখ্য বাঁকুড়ার উদ্যোগে তিনবছর ধরে চলে আসা রবীন্দ্র ক্যুইজ প্রতিযোগিতার সঠিক উত্তর দাতাদের স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সুন্দর সমাপন ব্যঞ্জনা কলকাতা ও আলেখ্য বাঁকুড়ার এক অসাধারণ গান-কবিতার কোলাজ ‘এ মাটি সবুজ সবুজ’ দিয়ে।
আরও পড়ুনঃ গোসাপের প্রাণ বাঁচিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা শিক্ষকের
আলেখ্য বাঁকুড়ার সভাপতি শক্তি চট্টোপাধ্যায় জানান, এ শিশুকে বাসযোগ্য করে যাবার অঙ্গীকার নিয়ে আগামী দিনে আরও কাজ করে যাবে এই দুই সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584