নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা অতিমারিতে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে সর্বত্র আর এই পরিস্থিতিতে গাছ লাগানোর প্রয়োজন অতুলনীয়। পরিবেশকে সচেতন করতে এবং অক্সিজেনের পরিমান বৃদ্ধি করতে গাছ লাগানোর পরিমান বাড়াতে হবে সর্বত্র।
মানুষের কৃত কর্মের জন্যই জলে-স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে এই শিরোনামকে সামনে রেখে এসআইও ওয়েস্ট বেঙ্গল সারা রাজ্য ব্যাপী যে পরিবেশ সচেতনতা প্রচার অভিযান পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজ মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের পক্ষ থেকে বৃক্ষরোপণ সহ চারা গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ আলো ট্রাস্টের মানবিক মুখ
জলঙ্গি ব্লকের এসআইও-র উদ্যোগে আজ জলঙ্গীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হল। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সামিউল ইসলাম, প্রাক্তন ব্লক সভাপতি হুমায়ূন শেখ, ব্লক সেক্রেটারি বাদশা আলমগীরসহ আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584