কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সোমবার সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে খাঁচা দিয়ে ঘিরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হল সালার স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে। ব্লক স্বাস্থ্য আধিকারিক শিশির কুমার সর্দার চারাগাছ লাগিয়ে এর উদ্বোধন করেন।
বিজ্ঞান মঞ্চ, সালার প্রস্তুতি কেন্দ্র সোমবার সালার স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।মুর্শিদাবাদ জেলার বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ সুনীতি কুমার বিশ্বাস এবং প্রীতি রাণী বিশ্বাস স্মরণে দুটি বট গাছ লাগানো হয়। সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: শিশির কুমার সর্দার এবং সেকেন্ড মেডিক্যাল অফিসার ডাক্তার পঙ্কজ ব্যাপারী গাছের চারা রোপন করে।
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিক্ষক দিবস
বর্তমানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের গাছ রোপনের প্রাসঙ্গিকতা সম্পর্কে তুলে ধরেন। গাছ লাগানোর পর গাছ দুটিকে রক্ষা করার জন্য লোহার খাঁচা দিয়ে ঘিরে রাখা হয়। খাঁচা দুটি বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটি থেকে দেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন সালার প্রস্তুতি কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক পার্থ সরকার, সনৎ সাহা, প্রবীর মন্ডল, খোকন খান, মামুন, বিলকিস ফারহা এবং অধ্যাপক ড. জাভেদ ইকবাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584