আমপানের পর গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফেরানোর চেষ্টা বারুইপুরে

0
34

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

আমপানের পর শহর এবং শহর ছাড়িয়ে জেলার যেদিকে চোখ যায় শুধু ভেঙে পড়া গাছের ধ্বংসস্তূপ। এর আগে হয়ত শহর বা জেলা এত গাছের ধ্বংসস্তূপ এক সাথে দেখেনি। মানুষ দেখেনি এত সবুজের ধ্বংসলীলা একসাথে।

Tree plantation | newsfront.co
নিজস্ব চিত্র

এত সবুজের ধ্বংসলীলা পরিবেশের ওপর যে প্রভাব ফেলবে সেটা বলার আর অপেক্ষা রাখেনা। এখন পরিবেশবিদদের মূল চিন্তার কারণ এই পরিস্থিতিতে কিভাবে পরিবেশের ভারসাম্য ফেরানো যায়। এরই মাঝে চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েল ফেয়ার সোসাইটি বারুইপুরের বিভিন্ন এলাকায় প্রায় দুশোর বেশি গাছ লাগালেন।

আরও পড়ুনঃ চতুর্থ দফা লকডাউনে প্রতিবেশীদের পাশে দাঁড়ালেন অরূপ সাহা

এই সংগঠনের এক কর্মকর্তা প্রসেনজিৎ মিস্ত্রি বলেন, “সব থেকে বেশি ক্ষতি হয়েছে শহর এবং শহরতলিতে। আমরা আজ থেকে বারুইপুর অঞ্চলে বৃক্ষ লাগিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে বলবো সবাই এগিয়ে আসুন। কারণ সবার সাহায্য ছাড়া আমরা পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পারবো না। আজ আমরা বারুইপুর অঞ্চলের গাছ লাগানো শুরু করলাম। এরপর আগামী তিনমাস সমগ্র জেলা জুড়ে গাছ লাগানো হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here